নতুন বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাতে শীতের প্রকোপ বেড়ে যায় কয়েক গুণ। এ প্রচ- শীত উপেক্ষা করে যে সকল ছিন্নমূল মানুষ পেটের তাগিতে রাস্তায় বের হয় এমন মানুষদের গত কয়েকদিন ধরে নিজ হাতে শীতের গরম কাপড় পরিয়ে দিচ্ছেন চিতলমারীর ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। যাতে করে প্রকৃত দুঃস্থ ও ছিন্নমূল মানুষগুলো শীতবস্ত্র পান সেজন্যই তিনি রাতে চিতলমারীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। গত সোমবার (৩ জানুয়ারী) রাত ১০ টার দিকে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেচ্ছা চিতলমারী সদর বাজার, বাখেরগঞ্জ বাজার, নালুয়া বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় থাকা মস্তিষ্ক বিকৃত ব্যক্তি (পাগল), দুঃস্থ-অসহায় ও শ্রমজীবীসহ প্রায় ৩৫-৪০ জন ব্যক্তির গায়ে শীতের গড়ম কাপড় পরিয়ে দেন। এ সময় ইউএনও’র হাতে শীতে কষ্ট পাওয়া মানুষগুলো গড়ম কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেণ।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেচ্ছা জানান, বিগত কয়েক দিন ধরেই তিনি রাতের আধারে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষদের নিজ হাতে শীতের কাপড় পরিয়ে দিচ্ছেন। যাতে প্রকৃত অসহায় ব্যক্তিরা শীতে কষ্ট না পান সে জন্যই তিনি এ উদ্যোগ গ্রহন করেছেন। যতদিন শীত থাকবে ততদিনই এ শীতবস্ত্র প্রদানের কাজ অব্যাহত থাকবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেণ।