সাতক্ষীরা তালায় পরিবেশ সনদ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে পিকেএসএফ এর অর্থায়নে ও বে-সরকারী সংস্থা উন্নয়র প্রচেষ্টার এসইপি (ঝঊচ) প্রকল্পের বাস্তায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সংশ্লিষ্ট প্রকল্পের ব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী মোঃ মুজিবর রহমান এবং সংস্থার পরিবেশ কর্মকর্তা মোঃ ইরফান। কর্মমালায় পরিবেশ বান্ধব খামার ব্যবস্থাপনা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় ২৫ জন গাভী পালনকারী খামারী অংশগ্রহন করেন।
এ সময় টেকসই ও পরিবেশ বান্ধব উপায়ে গাভী পালন, খামারের পরিবেশ ব্যাবস্থাপনা এবং সার্টিফিকেশনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আগত খামারিদের মাঝে পরিবেশ বান্ধব খামার ব্যাবস্থাপনার সীকৃতিসরূপ ৫ জন খামারীকে পরিবেশ অধিদপ্তর থেকে সনদ প্রদান করা হয় এবং ২০ জন খামারীকে সংস্থার পরিবেশ ক্লাব থেকে খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত করার সীকৃতিসরূপ পরিবেশ প্রতিপালন সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত খামারীরা সকলে পরিবেশ সম্মত উপায়ে খামার ব্যাবস্থাপনা চালিয়ে যাওয়ার ব্যাপারে এবং অন্যান্য খামারিদের পবিবেশ বান্ধব উপায়ে খামার ব্যাবস্থাপনার বিষয়ে উৎসাহিত করার ব্যাপারে অংগীকার করেন।