সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
কাউখালীতে সাবেক যোগাযোগমন্ত্রী এম.মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল | চ্যানেল খুলনা

কাউখালীতে সাবেক যোগাযোগমন্ত্রী এম.মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

পিরোজপুর প্রতিনিধি :: সাবেক যোগাযোগমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, সাবেক সচীব ও সাবেক রাষ্ট্রদূত এম মতিউর রহমানের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার জুমার নামাজ বাদ উপজেলার জয়কুল মসজিদের সম্মুখে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, মতিউর রহমানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী এম মাহমুদ রহমান হাসান ও ডাক্তার মাসুদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত করেন নাঙ্গুলী মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মতিন। দোয়া শেষে সকলে মাঝে তাবারক বিতরণ করা হয়। তিনি ২০১৭ সালের এই দিনে ৯৫ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি ২ পূত্র ও ৫ কন্যা রেখে যান।

উল্লেখ্য, এম. মতিউর রহমান ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরের বছর পাকিস্তান সুপিরিয়র সার্ভিস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় করাচিতে গ্রেপ্তার হন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তিনি দেশে ফিরে শিল্পসচিবের দায়িত্ব নেন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে বরিশাল সদর আসন থেকে তিনি জাতীয় পার্টির সাংসদ নির্বাচিত হন। এরশাদের মন্ত্রিসভার যোগাযোগমন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে উপনির্বাচনে তিনি পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তিনি জয়কুল আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জয়কুল সরকারি বিদ্যালয়, কাউখালী সরকারি মহাবিদ্যালয় ও জয়কুল কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠা করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

গণমাধ্যমে ভুলত্রুটি তুলে ধরলে রাজনীতিবিদরা সংশোধনের সুযোগ পাবে : মেয়র

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।