
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম বলেন, চলতি শীত মৌসুমে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের ১৩ টি ইউনিয়নের ৬ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৩ জানুয়ারী থেকে শুরু করে সপ্তাহব্যাপী বাগেরহাটের রামপালের ১০টি, খুলনার দাকোপের ২টি ও মোংলার ১টি ইউনিয়নের মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এর আগেও এ এলাকায় ১৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া সুপেয় পানির ব্যবস্থা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যদিয়ে স্থানীয়দেরকে নানাভাবে সেবা দেয়া হচ্ছে। এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার পর লভ্যাংশের ৩ শতাংশ (শতকরা ৩ ভাগ) অর্থ স্থানীয়দের উন্নয়নে ব্যয়ের কথা থাকলেও উৎপাদনের যাওয়ার অনেক আগে থেকে আমরা তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ প্রকল্পের আশপাশের মানুষের জীবনমানউন্নয়নে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।