বটিয়াঘাটার ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এস এম ফরিদ রানা।
রবিবার সকাল ১১টায় এই উপলক্ষে পরিষদ মিলনায়তনে এক সভা ইউপি চেয়ারম্যান এস কে জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্যানেল চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রকাশ করেন। সমঝোতা না হওয়ায় সকলে জনপ্রতিনিধিদের গোপন ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
রবিবার সকাল ১১টায় এই উপলক্ষে পরিষদ মিলনায়তনে এক সভা ইউপি চেয়ারম্যান এস কে জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্যানেল চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রকাশ করেন। সমঝোতা না হওয়ায় সকলে জনপ্রতিনিধিদের গোপন ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় ব্যালটের মাধ্যমে সর্বাধীক ০৮ ভোট পেয়ে এসএম ফরিদ রানা প্যানেল চেয়ারম্যান -১ নির্বাচিত হয়েছেন । ০৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচীত হয়েছেন জীএম এনামুল হক ও মহিলা প্যানেল চেয়ারম্যান নির্বাচীত হয়েছেন রুনা বেগম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুর রহমান ও রমেন্দ্রনাথ রায় ০৫ ভোট করে পেয়েছেন। চেয়ারম্যানসহ মোট ১৩ জন জনপ্রতিনিধি সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন পরিষদের সচিব ধীমান মল্লিক।
উল্লেখ্য, এসএম ফরিদ রানা গত ১১ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহত্তর গাওঘরা ওয়ার্ড থেকে প্রায় ২ হাজার ভোট পেয়ে মেম্বার নির্বাচীত হয়েছিলেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য এবং খুলনা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য।
ইতিপূর্বে তিনি মওলানা ভাসানী মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের সহিত জড়িত রয়েছেন।