আবারও সিআইপি (কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসোন) মনোনীত হয়েছেন শিল্পপতি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সিআইপি কার্ড প্রদান করেছে সরকার।
ইতিপূর্বে তিনি একাধিকবার সিআইপি কার্ড পেয়েছেন। এছাড়া তিনি কর বাহাদুর উপাধিও পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে সিআইপি কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপি।