শুক্রবার (২১ জানুয়ারী) খুলনা মহানগরীর ময়লাপোতা ইকবাল নগর “পূর্বাঞ্চল ডায়লগ সেন্টার”এ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা সম্মেলন খুলনা জেলা সভাপতি মুহাম্মাদ নাজমুস সাকিবের সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম আবির, জেলা সাধারণ সম্পাদক এনামুল হাসান সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনার ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকরা মেনে নেবে না।”
কেন্দ্রীয় সভাপতি আরও বলেন “শাবিপ্রবিতে চলমান ছাত্র উত্তেজনার পিছনে দায়ী বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা সু-গঠিত ও সুন্দর হাতে পরিচালনা হচ্ছে না বলেই এই সহিংসতা। এতে রাষ্ট্র-সরকারও দায়বদ্ধ!”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালীব, নগর সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমীরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ তাওহীদুল ইসলাম মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ মঈনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি মুহা. মঈনউদ্দীন, জেলা সহ-সভাপতি মাহমুদুল হাসান, ফরহাদ মোল্লা, আবু বকর, মাহাদী হাসান মুন্না, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আব্দুল্লাহ, মোস্তফা আল গালীব, ইমাম হাসান, ফেরদৌস, সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম, রাসেল গাজী, নাইমুল ইসলাম, রফিকুল ইসলাম, আলিমুল ইসলাম, বিপ্লব, আতিক হাসান, জুবায়ের জাওয়াদ, সুহাইল তানভীর, উসামা আবরার, মাসুম বিল্লাহ, হাবিবুল্লাহ মেসবাহ, আল-আমিন সহ খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে খুলনা মহানগর ও জেলার ২০২২ শেষনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
মহানগর কমিটির সভাপতি হিসেবে মোঃ মঈন উদ্দীন, সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আবির, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
জেলা কমিটির সভাপতি হিসাবে মোঃ এনামুল হাসান সাঈদ, সহ-সভাপতি মোঃ আবু রায়হান ও সাধারন সম্পাদক হিসাবে মোঃ ফরহাদ হোসেন মোল্লা।
এছাড়াও খুলনা বিএল বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয় সভাপতি হিসাবে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোঃ রাসেল গাজী ও সাধারণ সম্পাদক হিসাবে মোঃ মাহাতাব হোসেন এর নাম ঘোষণা করেন।