সেলিম হায়দার :: জমে উঠেছে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির ত্রি বার্ষিক নির্বাচন। নির্বাচনে দুই জন সভাপতি, চার জন সাধারন সম্পাদক ও দুই জন কোষাধ্যক্ষ পদে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি তালা বিদে সরকারি বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে,সভাপতি পদে নির্বাচন করছেন এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেন, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার,সাধারণ সম্পাদক পদে, সৈয়দ দিদার বখত্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. মতিয়ার রহমান, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সজীবুদ্দৌলা, এজিডিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক এ.এইচ.এম আঃ মুনয়িম, জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জুলফিক্কার আলী আকুঞ্জী, কোষাধ্যক্ষ পদে এজেএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফজলুল করিম শেখ, খলিশখালী মাগুরা এমসি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আনন্দ মোহন হালদার, নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মো. আব্দুল আজিজ ও মো. মঈনুল ইসলাম।
এ নির্বাচনী ৬৪৩ জন শিক্ষক প্রতিনিধি ভোটার রয়েছেন এবং ভোট গ্রহন ১১ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা বিজয়ের জন্য জোর প্রচার প্রচারনা চালাচ্ছেন বলে দেখা গেছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের প্রতিশ্রুতি দিতেও দেখ গেছে তাদের।