অমিক্রনের সংক্রমণ রোধকল্পে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া শাখার উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (২৩ জানুয়ারি)
দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে নিসচার উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেনের পরিচালনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া বাজার কমিটির সাবেক সভাপতি গৌরকিশোর রায়, সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম, মোহাম্মদ শিমুল শেখ, ডুমুরিয়া থানা পুলিশের পক্ষে সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, দপ্তর সম্পাদক সবুজ দাস, কার্যকারী সদস্য শ্যামল কুমার দাস, প্রণব কুমার অক্ষয়,গাজী সোহেল আহমদ, মোহাম্মদ আফজাল শেখ, মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুর রহমান প্রমুখ।
এ ছাড়া ডুমুরিয়ার কাঁচা বাজার ,মুরগি পট্টি ,মাছ বাজার, ইজিবাইক শ্রমিক , পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাক্স বিতরণ কার্যক্রম শেষে নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম বলেন, নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনা দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সরকারের পাশে থেকে নিরাপদ সড়ক চাই সংগঠন কাজ করে যাবে, কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার এই কার্যক্রম চলমান থাকবে , আপনারা সকলেই সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করুন, নো মাক্স নো সার্ভিস, সকলে মাস্ক ব্যবহার করুন ,সুস্থ থাকুন ,পরিবারের সবাইকে ভালো রাখুন।