মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দোকানপাট ভাংচুর এবং নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের রবীন্দ্রনাথ সড়কে এ হামলা চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় আটজনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা যায়, পৌর শহরের ৭ নং ওয়ার্ডের রবীন্দ্রনাথ সড়কের বাসিন্দা সেলিম মোল্লার সাথে একই এলাকার ওসমান চৌকিদারের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সোমবার সকালে তার মেয়ে শারমিন আক্তার মাধুরি দোকানে থাকা অবস্থায় দোকানে ভাংচুর চালায় ওসমানসহ আরও কয়েকজন। এসময় সেলিম মোল্লা বাধা দিতে আসলে তাকে এবং তার মেয়ে ও স্ত্রীকে মারপিট করে তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মোংলা থানার এস আই মোঃ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে আমি ওই এলাকায় যাই এবং দু পক্ষকে শান্ত থাকতে বলি। তবে এ ঘটনায় ওসমান চৌকিদার, ইব্রাহিম চৌকিদার, বেল্লাল ফকির, মমতাজ বেগম, মরিয়ম বেগম, মুকুল বেগম, সুজলা বেগম ও মুক্তা বেগমকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন জেসমিন বেগম। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন।