গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ২৪। গত ১৩ জানুয়ারির পর থেকে এটাই বিভাগে এক দিনে সর্বনিম্ন শনাক্তের হার। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা, শনাক্তের হার ও মৃত্যু সবই কমেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১৫ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ২৪ জন আছেন। এ ছাড়া সাতক্ষীরায় ২১, খুলনায় ১৯, যশোরে ১৫, মেহেরপুরে ১০, ঝিনাইদহে ৫, নড়াইলে ৩ এবং বাগেরহাট, মাগুরা ও চুয়াডাঙ্গায় ৬ জন শনাক্ত হয়েছেন।
খুলনা বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৩৪ জন। খুলনা বিভাগে বর্তমানে ৬ হাজার ৭৪৩ করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়েছেন ৮৩৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে সংক্রমণের হার কমতে শুরু করেছে। পাঁচ সপ্তাহ পর শুক্রবার শনাক্ত ১০ শতাংশের নিচে নেমেছে। চিকিৎসাধীন রোগীও কমছে। তবে এখনো করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।