জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান আজ শনিবার(১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে শিক্ষক ফোরামের নগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, জেলা সেক্রেটারি মাওঃ মাহাবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সেক্রেটারি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক মাওলানা দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম।
পরিচিতি ও শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী কামরুল ইসলাম, মাওলানা জাফর আহমেদ, মাওলানা নাসিম উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা আব্দুল মুমিন নোমানী, মাওলানা মুফতি আহসান উল্লাহ, মাওলানা দ্বীন ইসলাম, মুফতি ইব্রাহিম, মাওলানা এনায়েতুল্লাহ হাসান, মুফতী হুমায়ুন কবির, মুফতি সৈয়দ খলিলুল্লাহ, মাওলানা বাহারুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মুফতি ইব্রাহিম, মাষ্টার জাফর সাদেক, মাওলানা ইসমাইল হোসেন, মুফতি জুনাইদ আহমেদ, প্রফেসর গোলাম মোস্তফা বাঙালি প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সভায় সকলকে পরিচয় করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান।