কয়রা (খুলনা) প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কাব্যগ্রন্থ লেখক নতুন প্রজন্মের জন্য উৎসর্গ করছেন। শনিবার বিকাল ৩ টায় কয়রা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লেখক অরুন হালদার তার লেখা অগ্নি কন্যা, মুক্তির মহানায়ক ও মুজিব শতবর্ষ নামে ৩ টি কাব্যগ্রন্থ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চায় বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লেখক অরুন হালদার জানান, আমি দীর্ঘ ৩০ বছর প্রত্যান্ত গ্রাম এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় নিয়োজিত। আমি বাংলার মহানায়ক ও গণতন্ত্রের মানসকন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার বিশে^র প্রথম সারির নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু লিখব, যাহা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসাহ বাড়াবে। তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপশি একটু অবসর পেলেই লেখার কাজ করি এবং প্রথমে ২০২১ সালের অমর একুশের বইমেলায় আমার কাব্যগ্রন্থ অগ্নি কন্যা ও মুক্তির মহানায়ক পাঠক পরিচিতি লাভ করে। এছাড়া আগামী ২০২২ সালের একুশে বইমেলায় মুজিব শতবর্ষ নামে আরও একটি নতুন বই দেখা যাবে। লেখক অরুন হালদার জানান, কয়রা উপজেলার অজপাড়া গায়ে ফতেকাটি গ্রামে এক কৃষক পরিবারে জন্ম তার। তিনি অর্থনৈতিক দিক দিয়ে অস্বচ্ছল কিন্তু আমেরিকান প্রবাসী তার এক স্কুল জীবনের সহপাঠী ফেরদৌসের সার্বিক সহযোগিতায় উক্ত কাব্যগ্রন্থ ৩ টি অমর একুশের বই মেলায় হাজির করে পাঠকের পরিচিতি লাভ করায় তিনি খুবই খুশি। তিনি বলেন, ২০২৩ সালের বই মেলায় বঙ্গবন্ধুর পদাবলী ও আমি শেখ মুজিব বলছি নামে ২ টি কাব্যগ্রন্থ মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলে উপস্থাপন করতে পারব। সে জন্য তিনি প্রকাশিত ৩ টি কাব্যগ্রন্থ নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পৌছে দিতে চেষ্ঠা করছেন। লেখক অরুন হালদার সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীূর দৃষ্ঠি আকর্ষণ করেছেন এবং তিনি যাহাতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৩ টি কাব্যগ্রন্থ পৌছে দিতে পারেন এমনটি আশা লেখক অরুন হালদারের।