খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সাগর (৫৭) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০:১৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার এশার নামাজের পরে শহীদ হাদিস পার্কে জানাযার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। সাবেক যুবনেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সাগরের আকর্ষিক মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার তার বিহেদী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।