পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের উজিয়ালখান বেইলী ব্রীজের দক্ষিন পার্শ্ব থেকে শুরু হয়ে সরকারী বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ উপজেলামূখী হাজার হাজার লোকজন যাতায়াত করে। রাস্তাটি বর্তমানে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি খালের পাড়ে হওয়ায় দুইটি রিকশা চলাচলের সময় উল্টে গিয়ে খালে পড়ে প্রতিনিয়ত দূর্ঘনটনা ঘটছে। অত্র এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন ও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পড়া সত্বেও কারো যেন কোন দায়ভার নেই। এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, রাস্তাটির বিষয়ে স্থানীয় এমপি আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়কে অবহিত করা হয়েছে। যত শীঘ্র রাস্তাটি মেরামত করা হবে।