সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত | চ্যানেল খুলনা

খুলনায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভার মধ্য দিয়ে খুলনায় পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে নগরীর বয়রাস্থ কেএমপি’র পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

এ সময় তিনি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ, জাতীয় চার নেতা ও ২৫ শে মার্চ কালো রাতের প্রথম প্রতিরোধে যে সকল পুলিশ সদস্য আত্মহুতি দিয়েছেন তাঁদেরকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, খুলনার (কমান্ড্যান্ট) ডিআইজি মহাঃ আশরাফুজ্জামান, কেএমপি’র অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) একেএম নাহিদুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স্ এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম, র‍্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ, কেএমপি’র অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্ল্যা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর পুলিশ সুপার এম এ জলিল, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, নৌ পুলিশ সুপার মোঃ শরিফুর রহমান, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিবিআই’র পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান; রেলওয়ে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান; কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ একেএম কামরুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, খুলনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সরদার মাহাবুবুর রহমান এবং খুলনা মহানগরীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির প্রমুখ।

স্মরণ সভায় কেএমপি ও খুলনা রেঞ্জের যৌথ উদ্যোগে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী খুলনার ৩২ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট এবং উপহার তুলে দেওয়া হয়।

এর আগে পুলিশ লাইনে র‍্যালি, শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত ও নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।