পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জাতীয় পরিবেশ পদক-২০২২ এর জন্য আবেদন আহবান করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরীতে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হবে।
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে অথবা তার পক্ষে অন্য কেউ পদকের জন্য পরিবেশ অধিদপ্তর অথবা সংশ্লিষ্ট কমিটির নিকট মনোনয়ন প্রেরণ করতে পারবে। প্রত্যেক আবেদনপত্রের মনোনয়ন দাখিলকারীর স্বাক্ষর ও পূর্ণ ঠিকানা থাকতে হবে এবং প্রস্তাবিত প্রার্থীর পরিচিতি, ঠিকানা এবং পরিবেশ বিষয়ক কর্মকান্ডের বিস্তারিত বিবরণ ও এসংক্রান্ত প্রামাণ্য কাগজপত্র/ভিডিও চিত্র (যদি থাকে) সংযুক্ত করতে হবে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বা সরকার কর্তৃক নির্ধারিত যে কোন সুবিধাজনক সময়ে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে/তার পক্ষে কেউ পরিবেশ আইন লংঘন, পরিবেশ বিরোধী অথবা অনৈতিক কর্মে জড়িত থাকলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না।
আগামী ১৫ মার্চ তারিখ পর্যন্ত খুলনার বয়রাস্থ পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য www.doe.gov.bd এবং www.doe.khulnadiv.gov.bd এই ওয়েব সাইটে পাওয়া যাবে।