এলাকার শিশুকল্যান নিশ্চিত করার লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এ বকনা বাছুর বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন।
রবিবার সকালে আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোড়েলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বকনা বাছুর বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল উপজেলা এপিসি ম্যানেজার ফুলি সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। সঞ্চালনার ছিলেন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন ।
সভা শেষে উপজেলার ৬ ইউনিয়নের ৩৩৭ হতদরিদ্র পরিবারকে বকনা বাছুর বিতরণ করা হয় ।