নারীর অর্থনৈতিক মুক্তি ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের ভূমিকা অনন্য। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উদ্যোক্তাদের সাথে নিয়ে দিনটি উদযাপন করেছে ‘অ্যামেরিকান কর্ণার খুলনা’ এবং সামাজিক সংগঠন ‘উইথ শি’। ‘টেকসই আগামী গড়তে লিঙ্গ সমতা আজই’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্বব্যাপী দিনটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অ্যামেরিকান কর্ণার খুলনা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৪০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কর্ণার কো-অর্ডিনেটর শেখ শাবুদ্দিন।
সফল উদ্যোক্তা হিসেবে নিজের পথচলা, নতুনদের জন্য পরামর্শ ও আয়োজনের জন্য শুভকামনা জানান এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম। প্রশিক্ষণ পরিচালনা করেন স্টার্ট-আপ খুলনা’র প্রতিষ্ঠাতা মেহেদী হাসান, চ্যানেল খুলনা’র সিএনই মো: হাসানুর রহমান তানজির, উইথ শি’র প্রতিষ্ঠাতা মো: ইমরান জাহান আরাফাত। সম্মেলনের সমন্বয়ক দিলরুবা মরিয়ম সেতু’র সঞ্চালনায় এ আয়োজনে বিনোদন পর্বে পরিচালক ও কমেডিয়ান আল আমিন জমাদ্দার সবুজ পারফরম্যান্স করেন।
সম্মেলন শেষে অ্যামেরিকান কর্ণারে ‘জরুরি পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা সেবা’ এর উদ্বোধন করা হয়। আয়োজন শেষে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্মেলন এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো নিউজ পোর্টাল “চ্যানেল খুলনা” এবং নলেজ পার্টনার “স্টার্ট-আপ খুলনা”।