চলে গেলেন খুলনার খালিশপুরের স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র কুন্ডু। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি এক কন্যা-সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দীর্ঘ প্রায় ২১ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারিদিকে শোকের ছায়া নেমে আসে।
শনিবার সকালে স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে তার গ্রামের বাড়ি ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের টেকাটিয়া গ্রামে পারিবারিক শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।