খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) রাতে খুলনার খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। রাতে অভিযান চালিয়ে গ্যারেজ মালিক কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চারজন জোর করে তাদের গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে ফেলেন। পরে তারা নারীকে পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, এজাহারভুক্ত আসামি গ্যারেজ মালিক আঃ মালেকের ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা হচ্ছে শিরোমণি পূর্ব পাড়া এলাকার আফজাল মল্লিক এর ছেলে সুমন (২৭), জামাল উদ্দিনের ছেলে সজিব হোসেন জীবন (২২) এবং আফজাল মল্লিক এর ছেলে আলামিন মল্লিক (২২) কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার মোঃ আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে ৪ জনের নামে মামলা দায়ের করেছেন।