বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে দুবৃর্ত্তদের হামলায় এক গৃহবধূ আহত হয়েছে। গুরুতর আহত গৃহবধূকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল হাওলাদারের সাথে মেম্বর আবু সালেহ খান রফিকের সাথে নারী ঘটিত একটি বিষয় নিয়ে দ্বন্ধের সৃষ্টি হয়।
এ দ্বন্ধের জের ধরে আবু সালেহ স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউলকে জব্দ করার জন্য নানা হয়রানি ও মারপিট করার হুমকি দেয়। ঘটনার দিন শনিবার দুপুরে আবু সালেহের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত রবিউলের বাড়িতে হামলা করে। এসময় রবিউলকে না পেয়ে তার স্ত্রী আসমা আকতার (৪২) কে বেধড়ক মারপিট করে আহত করে। দুর্বৃত্তরা গৃহবধূর ৬৭ হাজার ৫শ’ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। গুরুতর আহত গৃহবধূকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। নিরাপত্তহীনতায় রবিউল হাওলাদারের পরিবার ।