বাগেরহাটের চিতলমারীতে সিনিয়র সাংবাদিক কপিল ঘোষের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার শ্রাবণ প্রকাশনীর স্টলে ‘সুন্দরের টানে মঙ্গল শত্রু’ ও ‘বোহেমিয়ান যুদ্ধ জীবন’ নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, হিজলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন কাজী প্রমুখ।