বাগেরহাটের মোরেলগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১ টায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ্যাড.আমিরুল আলম মিলন এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাসষ্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য আ্যাড.আমিরুল আলম মিলন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ যুগ্ম আহবায়ক আ্যাড. তাজিনুর রহমান পলাশ, শ্রমিকলীগ নেতা জালাল উদ্দিন তালুকদার প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাল্যদান, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ-শরীরচর্চ্চা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।