খুলনা মহানগরীর পিটিআই মোড়ে স্বল্পমূল্যে উন্নতমানের খাবার নিয়ে এসেছে রোড হোম চাইনিজ এন্ড রেস্টুরেন্ট। শুক্রবার (০১ এপ্রিল) বিকাল ৪টায় দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রেস্টুরেন্টটি। শীতাতপ ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত রোড হোমে থাকছে অর্ধশতাধিক নানান ধরনের খাবার। থাকছে রমজানের ইফতারির সুবিধা।
দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মাহমুদ আহসান বলেন, খুলনা অঞ্চলে স্বল্পমূল্যে মানসম্মত চাইনিজ খাবার মানুষের মাঝে পৌছে দেওয়ার চেষ্টা করছি। এই প্রতিষ্ঠানটি থেকে মুনাফা অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে অর্থ কাজে লাগানোর চেষ্টা করা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মানসম্পন্ন খাবারের চাহিদাপূরণে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।
কোরআন থেকে তেলাওয়াত করেন হেফজের ছাত্র তাকিউজ্জামান।
বক্তব্য দেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মো. ইব্রাহীম, মুফতি সাদ্ আহমেদ। অনুষ্ঠানে ধোপাখোলা রেজওয়ানুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা এনামুল হকসহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।