বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা, হোগলাবুনিয়া ও জিউধরা ইউনিয়নের আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
১ মার্চ উপজেলা যুবলীগের আহবায়ক মো. মোজাম্মেল হক মোজাম ও যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, ৩০ ফেব্রæয়ারী ২০২১ বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাগেরহাট জেলা শাখার বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতাদের নির্দেশনা মোতাবেক ও উপজেলা শাখার সিদ্ধান্তে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ তিন ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়।
যারা এ তিন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক হওয়ার ইচ্ছা পোষন করেন তাদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক ও যুগ্ম আহবায়কের কাছে বায়োডাটা জমা দেয়ার জন্য বলা হয়েছে ।