খুলনায় বাংলাদেশ তৃণমূল পার্টির খানজাহান আলী থানার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় এজাক্স জুট মিল কলোনিতে সাত শত গরীব দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারপারসন জুলিয়া আক্তার।
এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি গরিব-দুঃখীদের দুঃখ লাঘবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, যারা দিনমজুর খেটে খাওয়া মানুষের নুন আনতে পান্তা ফুরায় তাদের কি অবস্থা বিত্তবানরা তো কখনো দেখেন নাই।
খাদ্য সামগ্রী দাম যে হারে বেড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, আমার দল গরীব দুঃখী মানুষের দল, আমার দল গরিব-দুঃখীদের পাশে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব হাসান খালেদ তালুকদার, ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, বাংলাদেশ তৃণমূল পার্টির সদস্য শেখ মাসুদ, জাগ্রত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সেখ শাহীন, শিরিন আক্তার, শিউলি প্রমূখ।