বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামের কৃষক প্রেমানন্দ চিন্তাপাত্র ও গৃহিনী দিপালী চিন্তাপাত্র’র মেয়ে শুক্লা চিন্তাপাত্র এ বছর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। সে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করে ৭৫ নম্বর পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছে। শুক্লা চিন্তাপাত্র চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও সরকারী বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি’তে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। এক ভাই ও তিন বোনের মধ্যে শুক্লা চিন্তাপাত্র বড়। এলাকাবাসি জানায়, দরিদ্র পরিবারে সন্তান হয়েও অদম্য মেধা ও প্রবল ইচ্ছা শক্তির জন্যই নানা প্রতিকূলতাকে জয় করে সে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। তাঁর সাফল্যে আনন্দিত পরিবারের সদস্য,শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসি।