বাগেরহাটের চিতলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। চিতলমারী থানার উদ্যোগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় থানা চত্বরে অনুষ্ঠিত সভায় ওসি এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক, পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মাহামুদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা, আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না প্রমুখ। এর আগে পুলিশ সুপার কেএম আরিফুলক হক চিতলমারী থানা এলাকার সিসি ক্যামেরা কার্যক্রম ও থানা চত্বরের ফুল ও ফলজ বাগান এর শুভ উদ্বোধন করেন।