বৃহস্পতিবার(৭ এপ্রিল) সকাল ১১ টায় জেলা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এইচ এম ইনামুল হাসান সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোল্লা এর সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ, পথশিশু ও বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর ,সুন্নাহ উপকরণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও পীর সাহেব চরমোনাই আহুত আগামী ২১ মে ২২ খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু রায়হান, গাজী শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, নাঈমুল ইসলাম, শরিফুল ইসলাম ,রাজিব হুসাইন, হাবিবুল্লাহ বিন মুসলিম, সাঈদুল ইসলাম, কাবির হসাইন, আলিমুল ইসলাম, মহিবুল্লাহ সোহান ও আব্দুল আলিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।