বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে ত্রৈমাসিক দেয়াল পত্রিকা ‘ ক্ষণজন্মা’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয়ের গ্রন্থাগারে এ দেয়াল পত্রিকার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, সহকারী প্রধান রঞ্জন বাড়ৈসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দেয়াল পত্রিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিক্ষার্থীদের লেখা কবিতাসহ বিভিন্ন ধরণের সাহিত্যকর্ম স্থান পায়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় জানান, দেয়ার পত্রিকা ‘ক্ষণ জন্মা’র মাধ্যমে শিক্ষার্থীরা যেমন বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে পারবে, তেমনি সাহিত্য চর্চার প্রতিও তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। এখন থেকে প্রতি তিন মাস পর পর এ দেয়াল পত্রিকার প্রকাশিত হবে।