বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের হাতে মারপিটের নিহত হয়েছেন চান্দেআলী(৭০) নামে এক কৃষক। রবিবার বেলা ২টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের কালাচান্দেরধাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বেলা ১২টার দিকে চান্দেআলী পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী খাদিজা বেগমকে মারপিট করে। ঘরে ফিরে মাকে মারপিটের ঘটনা শুনে চান্দেআলীর ছেলে হিরণ মৃধা(৩০) লোহার রড় নিয়ে পিতা চান্দেআলীকে পিটিয়ে গুরুতর আহত করেন।
অজ্ঞান অবস্থায় তাকে মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পিতার ঘাতক ছেলে হিরণ পলাতক রয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ছেলের মারপিটে বৃদ্ধ চান্দেআলী নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।