দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় বাগেরহাটের চিতলমারীতে কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল ও নগরকীর্তনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী ৩৩তম বার্ষিক মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়েছে। ষড়পল্লী ওঁ পরমেশ শ্রীশ্রী গুরু স্মৃতি সংঘের উদ্যোগে ঐহিত্যবাহী পরানপুর গোবিন্দ মন্দির চত্বরে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠানের শেষ দিনে (১১ এপ্রিল) অনুষ্ঠানের সভাপতি গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিধ পীযূষ কান্তি রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন হীরা প্রমুখ।