মুজিববর্ষ উপলক্ষে পুলিশের সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ পুলিশে কতৃক গৃহিত প্রতিটি থানায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক ও গৃহহীনদের জন্য প্রথম ধাপের গৃহ হস্তান্তরের অনুষ্ঠানের অংশ হিসেবে কেএমপির খানজাহান আলী থানাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি গণভবন থেকে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হেল্প ডেস্ক এর মাধ্যমে দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠী , নির্ভয়ে নিসংকোচে পুলিশের সেবা নিতে পারবেন। এতেকরে দেশে নিরবে ঘটে যাওয়া অন্যায়-অপরাধ ক্রমশই কমে যাবে।অপরদিকে পুলিশের গতানুগতিক কর্মকান্ড থেকে বেরিয়ে এসে মানবিক পুলিশ হওয়ার যে প্রত্যয় ব্যাক্ত করেছিলেন তারই ধারাবাহিকতায় পুলিশের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে প্রথম ধাপে ৫২০টি গৃহ নির্মাণ করেন। অসহায় গৃহহীনদের ঘর নির্মাণ করার মধ্যদিয়ে পুলিশের মানবিকতার পরিচয় দিয়েছেন।
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান এবং গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ^াস,আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশ কমিশনার মোড়ল আনিছুর রহমান, মোড়ল হাবিবুর রহমান, মাষ্টার শাহাজান হাওলাদার, এ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া, মুক্তা বেগম, ওসি তদন্ত মোঃ শাহরিয়ার হোসেন, সাংবাদিক বৃন্দ, খানজাহান আলী থানার সকল পুলিশ সদস্য বৃন্দ ও সুধীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।