শনিবার সকাল সাড়ে নয়টার সময় ডুমুরিয়া উপজেলা অফিসার ক্লাবে ফসলের বন্ধু পোকা সংরক্ষণ এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, প্রধান অতিথি : হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা মো: শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আবু সাঈদ মোঃ মনজুর আলম, খুলনা উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশীদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা প্রশাসনিক অফিসার আব্দুল হাই সিদ্দিকী,কিটনাশক ব্যাবসায়ী মোঃ মনিরুজ্জামান সরদার, কৃষক আবু হানিফ মোড়ল, রফিকুল ইসলাম,চুই নবদ্বীপ মল্লিক, কচু নিউটন, মোল্লা সোহেল রানা, প্রমুখ।
ফসলের অনিষ্টকারী শত্রু পোকা যেমন রয়েছে, তেমনি রয়েছে বন্ধু পোকাও। কিন্তু অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত উপায়ে ক্ষেতে মাত্রাতিরিক্ত কীটনাশকের কারণে এসব বন্ধু পোকার বিনাশ ঘটতে চলেছে। ফসলের বন্ধু হিসেবে চিহ্নিত সেসব পোকা রক্ষার লক্ষ্য নিয়েই বাংলদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় সারাদেশের কৃষকদের আলোক ফাঁদ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।