বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট সদরের রাখালগাছি, খানপুর ইউনিয়ন সহ মোট সাত ইউনিয়নের ২০০০ গরীব ও অসহায়দের মাঝে এই শাড়ি বিতরণ করা হয়। এ সময় তার সফরসংগী হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমএ সালাম বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎসবে আমরা অসহায় মানুষদের নগদ অর্থ, খাদ্য ও পোশাক বিতরণ করে আসছি। সেই ধারাবাহিতকতায় আজ সোমবার দিন ব্যাপি ৭ টি ইউনিয়নের মানুষকে শাড়ি দিয়েছি। এছাড়াও অসুস্থ্য, প্রতিবন্ধী ও অসচ্ছল নেতাকর্মীদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব – মোজাফফর রহমান (আলম) বাগেরহাট জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সভাপতি, এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক, শাহেদ আলী রবি,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ বুলু
জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, হানু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, জেলা ছাত্রদলের সহ সভাপতি, সোহেল পৌর যুবদলের আহ্বায়ক, সরদার জসিম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব,হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক, ফেরদৌস বাবু,পৌর ছাত্রদলের সদস্য সচিব, মেহেদী হাসান মুন্না, সদর উপজেলা বিএনপির সাবেক সিঃ সহ সভাপতি, সেলিম কাজী, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভূইয়া।
রাখালগাছি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, মাহফুর রহমান সিন্টু,যুগ্ম আহ্বায়ক গোলজার, সেলিম যুবদলের সভাপতি, ফকির আল-মামুনের টিপু, ছাত্রদলের সভাপতি,ইমরান শেখ, সাধারন সাধারন সাধারন, নাহিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হাবিবুল্লাহ খান ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি, মতিয়ার রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সেলিম,সহ অসংখ্য নেতাকর্মী।ওখানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, হাফিজুর রহমান, বিএনপি নেতা,মুক্ত, ছাত্রদলের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক, ইমন সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।