সারা দেশের ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ-উল-ফিতরের আগেই জমিসহ ঘরের মালিকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এত দিন যাদের নিজস্ব জায়গা ছিলনা, ছিলনা মাথা গোঁজার মত একটু আশ্রয় তারাও আজ পাকা ঘরের মালিক। এরই ধারাবাহিকায় বাগেরহাটের চিতলমারীর ২৮ টি পরিবারও ঈদ উপহার হিসেবে পেলেন পেলেন স্বপ্নের ঠিকানা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেল পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিল্যা- জান্নাতুল আফরোজ স্বর্ণ, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব, স্বপ্না কামালসহ ৭ ইউয়িনের চেয়ারম্যান ও উপজেলা সকল অফিসের দপ্তর প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।