সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত আজ ৩ মে, মঙ্গলবার, সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া পূর্বে সমাবেত মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, মহান আল্লাহ পাক আমাদের জন্য নেয়ামতস্বরূপ মাহে রমজান দিয়েছেন। দীর্ঘ একমাস আমারা রোজাব্রত পালন করে আজ পবিত্র ঈদ-উল ফিতরের খুশির দিনে নামাজ আদায়ে এসেছি। আমাদের জন্য এটি সবচেয়ে আনন্দের দিন। তিনি বলেন আসলে মাহে রমজান প্রশিক্ষণের মাস, অর্জনের মাস। বছরের পরবর্তী ১১ মাস আমরা কিভাবে চলবো, কিভাবে চললে আমাদের ইহকালীন ও পরকালীন জীবন সুন্দর হবে, কিভাবে জীবন পরিচালনা করলে ভালো থাকা যাবে, কল্যাণময় হবে সে প্রশিক্ষণই আমরা পাই। তাই আসুন আমরা মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দরভাবে পরিচালিত করি। সবাই ভাতৃত্ববন্ধনে আবদ্ধ হই। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠান, একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন। পরিশেষে তিনি সবার জন্য দোয়া করার আহ্বান জানান। এসময় আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর খান গোলাম কুদ্দুস। নামাজ ও খুৎবা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। এসময় বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, আশপাশের এলাকাবাসী এবং দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা নামাজ আদায় করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

জেসিআই ঢাকা সিগনেচার’র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।