বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনার আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা ১৭ মে শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
১৭ মে বিকাল তিনটায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুলের যে কোন কবিতা) ক-বিভাগ: নার্সারি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত। নজরুল সংগীত প্রতিযোগিতা খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, গ-বিভাগ ৮ম থেকে ১০ম শ্রেণি এবং বিকাল সাড়ে তিনটায় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, গ-বিভাগ ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না। বিকাল সাড়ে পাঁচটায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।