খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা অভিযোগ করেছেন, ছাত্রলীগ ও যুবলীগ পুলিশের সহায়তায় আমাদের সমাবেশের ওপর আক্রমণ চালায়। পুালিশ টিয়ারসেল ও গুলি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে।
তিনি আজ শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে আগেরদিন সংঘর্ষ হামলা ভাংচুর ও সমাবেশ পন্ড হওয়া নিয়ে বক্তব্য রাখছিলেন।
সেখানে তিনি বলেন, কেএমপি দপ্তর থেকে অনুমতি নিয়ে সমাবেশ শুরু করা হয়। সরকার শেষ মুহুর্তে এসে অসহিষ্ণু আচরণ করছে। আমাদের ওপর বিভিন্ন দমননীতি চালাচ্ছে। এমনকি এ ঘটনায় যারা আহত হয়েছে তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে আটক করা হচ্ছে। গতকালের ঘটনায় ৫০০ চেয়ার ভাংচুর করা হয়েছে। ৪১ জন নেতাকর্মীকে আহত করা হয়েছে। আমাদের ওপর হামলা করে আমাদের নামে মামলা করেছে পুলিশ। আদালত খুললে তারা আইনী পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, নগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলা সদস্যে সচিব মনিরুল ইসলাম বাপ্পিসহ নেতৃবৃন্দ।