সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কয়রায় সন্ত্রাসী বাহিনীর অত্যাচার-নির্যাতনে মানবতার জীবনযাপন গ্রামবাসীর | চ্যানেল খুলনা

কয়রায় সন্ত্রাসী বাহিনীর অত্যাচার-নির্যাতনে মানবতার জীবনযাপন গ্রামবাসীর

দেশের সর্ব দক্ষিণের সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা এলাকার বাসিন্দারা একটি সন্ত্রাসী বাহিনীর অত্যাচার-নির্যাতনে মানবতার জীবনযাপন করছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে ওই গ্রামের প্রায় দেড়শ’ পরিবার আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে গ্রামবাসীরা জানান, ওই এলাকার মানুষ এমনিতেই জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকিতে বসবাস করছেন। ফি বছর ঝড়-জলোচ্ছ্বাসে ভিটেমাটি সহায়-সম্বল হারিয়ে উদ্বাস্তে পরিণত হচ্ছেন। এরমধ্যেই একটি বহিরাগত সন্ত্রাসী বাহিনীর কাছে একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন তারা। ওই বাহিনী সরকার সমর্থক কিছু নেতৃবন্দের নাম ভাঙ্গিয়ে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নিরীহ জনসাধারণের প্রতি তারা সমানে চালিয়ে যাচ্ছে অত্যাচার-নির্যাতন।
সরেজমিনে পরিদর্শনকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন এর দীনেশ চন্দ্র মন্ডল জানান, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আইলার পর তাদের জমিজমা নদীর পানির প্রবল স্রোতে ভিন্ন রূপ নিয়েছে। কোথাও কোথাও ধানের জমি গহীন খালে পরিণত হয়েছে। এমন একটি খাল চরামুখা। যেখানে তাদের গ্রামের দেড়শত পরিবারের প্রায় চারশত বিঘা জমি রয়েছে। অতিতে যেখানে মৎস্যচাষ করে জীবিকানির্বাহ করতেন তারা। কিন্তু গত কয়েকবছর হরি মণ্ডল ও মাসুদ রানা নামের দুইব্যক্তি বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নিয়ে ওই খালটি জবর দখল করায় তারা অর্থনৈতিকভাবে এখন অসহায় হয়ে পড়েছেন।
দীনেশ চন্দ্র মন্ডল আরোও বলেন, কৌশল হিসেবে ওই দুইব্যক্তি এখন এলাকার কতিপয় বেকার যুবকদের একত্রিত করে একটি বাহিনী গড়ে তুলেছেন। ওই বাহিনীর ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পান না। এমন কি তাদের জমির বাৎসরিক ভাড়া চাইতে গেলেও আটকে রেখে মারপিট করা হয়। তারা এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন ও বিকিকিনি সহ নানা অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত।
ওই গ্রামের সাবেক ইউপি সদস্য প্রশান্ত কুমার মন্ডল বলেন, উপজেলা ছাত্রলীগ নামধারী কতিপয় নেতার সহযোগিতায় হরি মণ্ডল ও মাসুদ রানা নামের দুইব্যক্তি এখন আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সম্প্রতি নদী থেকে বালু উত্তোলনকালে পাইকগাছার রাড়ুলীর মোকসেদ গাজীর একটি কার্গো ৩ লাখ টাকা চাঁদার দাবিতে মারপিট করে কপোতাক্ষ নদে ডুবিয়ে দিয়েছে। এ ঘটনায় কার্গো মালিক মোকসেদ গাজী খুলনা বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচারা আদালতে গত ২৭-০৫-২০২২ তারিক মামলা দায়ের করেন যার নাং-৫২২।
বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার মন্ডল জানান, দেশ স্বাধীন করেও আমরা স্বাধীন হতে পারলাম না। অস্ত্র্ত্রেরের মুখে জীবননাশের ভয়ভীতি দেখিয়ে আমাদের দেড়শ’ পরিবারের জায়গা দখল করে হরি ও তার বাহিনী জমির হারির টাকা না দিয়ে মৎস্যচাষ করছে। এব্যাপারে কেউ প্রতিবাদ করলে বাড়ি এসে জীবননাশের হুমকি দেয়। যে কারণে জীবনের ভয়ে কেউ মুখ খুলে না।
তবে হরি মণ্ডল এর সাথে এ ব্যাপারে সাক্ষাতের জন্য যোগাযোগ করা হলে একাধিকবার তিনি সময় দিয়েও দেখা করেননি। আর কয়রা উপজেলা ছাত্রলীগের কথিত ওই নেতারা এসব ব্যাপারে স্থানীয়র এমপি সাথে কথা বলার জন্য বলেন। মেদের চর এলাকার দেবাশীষ মন্ডল জানান, ঘুর্ণিঝড় আম্ফানের পর এই এলাকার ভেড়িবাঁধ ভেঙ্গে যায়। সেই থেকে এলাকার মানুষ নিদারুন কষ্টে জীবনযাপন করছেন। মানুষের আয়-রোজগার নেই বললেই চলে। তারপরও গ্রামের খাল ও জলাশয়গুলো বহিরাগতরা দখল করে মাছচাষ করায় তারা নিরুপায় হয়ে পড়েছেন।
এ ব্যাপারে কয়রা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম আলী জানান, এই থানার ওসি অন্য থানায় যোগদান করায় আমি দায়িত্বে আছি। খালদখলের ঘটনাটি আমার জানা নেই। তবে বালি উত্তোলনের কার্গো ডুবির ঘটনা অবগত আছি। আমরা এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিব শীঘ্রই। এ বিষয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দাকোপে সাংবাদিকদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতবিনিময়

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

নগরীর নুরনগরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

পদ্মা সেতু হয়ে সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনা ট্রেন চলাচল ডিসেম্বরে

ক্রীড়ামোদী দর্শকের স্বতস্ফূর্ত উচ্ছ্বাসে মাতলো জেলা স্টেডিয়াম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।