মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামে ফ্রী ফায়ার গেম খেলার জন্য নতুন ফোন কিনে না দেওয়ায় আমির হামজা রাতুল(১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে একই এলাকার স্বর্ণ ব্যবসায়ী মোঃ ফরিদ মন্ডলের ছোট পুত্র।
গতকাল (৬ জুন) সোমবার মধ্যরাতে তার নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, আমির হামজা রাতুল অনেকদিন যাবত তার নিজের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে ফ্রি ফায়ার গেম খেলতো। এবং প্রায় সে ফ্রি ফায়ার গেম খেলার কারণে বাসার বাইরে থাকত। অনেক সময় তাকে বিভিন্ন জায়গা খোঁজ করেও পাওয়া যেত না। হঠাৎ গত দুই তিন দিন আগে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। এবং পরিবারকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। পরিবার ফোন কিনে দেবে আশ্বস্ত করেছে এবং সময় চেয়েছে কিন্তু সে তার সিদ্ধান্তে অটল থেকে ধৈর্য ধারণ না করে গেম খেলার নেশায় আসক্ত হয়ে গত সোমবার মধ্যরাতে নিজের ঘরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় এলাকার অভিভাবকেরা তাদের সন্তানদেরকে নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও এই ফ্রি ফায়ার গেম যেন কিশোরদের হাতে না আসতে পারে, এবং কোন বাবা মা যেন সন্তানহারা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।