বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বৃহত্তর খুলনা বাসীর উদ্যোগে সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সাধাধন সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় “একটাই পৃথিবী : প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন ” এই প্রতিপাদ্য এর বিষয় উপর বক্তারা গুরুত্ব আরোপ করে বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে বিভিন্ন উপাদান ব্যবহার করেই আমরা বেঁচে আছি । তাই সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে খেয়াল রাখা দরকার । প্রকৃতি ও জীববৈচিএ ধ্বংস হলে একদিকে যেমন অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে, অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিনত হবে। তাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই পরিবেশের নিশ্চিতার জন্য সকলকেই আন্তরিক ভাবে কাজ করতে হবে । আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেখ হেমায়েতুল ইসলাম, কবি সৈয়দ আলী হাকিম, আতিয়ার রহমান, কামরুল ইসলাম, মুন্সি আহমেদ হোসেন, কাওসারী জাহান মনজু,মাসুম বিল্লাহ,মনির হোসেন, আজাদুর হক আজাদ,ইঞ্জিঃ শফিকুর রহমান, শেখ আছাদুজ্জামান, ফিরোজ আহমেদ, আব্দুর রাজ্জাক, মীর কাওসার মিজু,মুজাহিদ রহমান ফাইয়াদ,মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাকিব খান,মোঃ আকরাম হোসেন, এস এম হাসান প্রমুখ ।