কয়রায় বাস চাপায় রমজান আলী (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার বিকাল অনুঃ ৩ টায় উপজেলার বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী বামিয়া গ্রামের কিনু সরদারের পুত্র। ঘটনার পর বাসের ড্রাইভার সহ অন্যরা পালিয়ে যায়। এ মহুর্তে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। বাসটি কয়রা থেকে পাইকগাছা যাওয়ার পথে এ ঘটনা ঘটে, বাসটির নাম্বার টাঙ্গাইল-জ, ০৪-০০৩৪। এদিকে খবর পেয়ে কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতার হাতে ক্ষতিগ্রস্থ বাসটিকে নিয়ন্ত্রণে আনে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) নিজেই উপস্থিত হয়ে পানি দিয়ে বাসে আগুন নিভানোর কাজ শুরু করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেলে করে আত্মীয়ের বাড়ী থেকে নিজ বাড়ী যাওয়ার পথে স্কুলের সামনে বাস চাপায় ঘটনাস্থলে মারা যায় এবং সাইকেলটি সড়ক থেকে ছিটকে পড়ে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয় বামিয়া স্কুলের সভাপতি এইচ এম নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, মঙ্গলবার নিহত রমজানের পরিক্ষা না থাকায় সে বাড়ীতে ছিল। তবে শিশু ছাত্র রমজানের মৃত্যুতে স্কুল কমিটি, শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করে বাস চালকের আটক করে শাস্তির দাবী জানিয়েছেন। এছাড়া খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস ঘটনাস্থলে পৌছে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন। এদিকে শিশু রমজানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।