এবছর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় (সাবেক এইচ আর প্রিন্স আগাখান হাই স্কুল) এর ৬২ তম বছর পূর্তি হতে চলেছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক সুনাম ও ঐতিহ্য। প্রিয় বিদ্যাপিঠের প্রতিষ্ঠাকালকে স্মরনীয় করে রাখার লক্ষ্যে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদের সমন্বয়ে দিনটিকে মিলনমেলায় পরিনত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এলক্ষ্যে ঈদের তৃতীয় দিন দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। দিনের শুরুতে সকালের নাস্তা ও এর পরে স্কুল চত্বর ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র্যালী অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশবরণ্য ব্যান্ড শিরোনামহীন ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে অংশ নিতে সাবেক ও বর্তমান ছাত্রদের আগামী ২৫ জুন ২০২২ খ্রি. তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। কোন বিশেষ প্রয়োজনে ০১৬৭৬৭০২৫৯৮ ও ০১৯৮৯৬০২৬৬৪ নম্বরে যোগাযোগের করার জন্য আহবান জানিয়েছেন পূর্ণমিলনী কমিটির আহবায়ক সোহান হোসেন শাওন।