কয়রা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বলেছেন, বসত বাড়ীতে সবুজ আঙিনা গড়ি, পুষ্টি চাহিদা পূরণ করি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। উপকূলীয় এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মু-া সম্প্রদায়ের কৃষাণীদের কে তাদের স্বামীদের আয়ের পাশাপাশি বসত বাড়ীর আঙিনায় সবজি চাষ করে সংসারের চাহিদা মিটিয়ে স্বাবলম্বী করতে আজকের এ বীজ বিতরণ। নারীদের কে বসে না থেকে বসত বাড়ীর আঙিনায় সবজি চাষ করতে হবে। এমনকি যাদের সবজি চাষের জায়গা নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বিভিন্ন হস্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা। তিনি বলেন আমিও কিন্তু আমার বাংলোতে সবজি চাষ করে বিষমুক্ত সবজি খেতে পারছি। বুধবার বিকাল ৫ টায় উত্তর বেদকাশি বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লেডিস ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ দৌলতপুর খুলনার সহযোগিতায় ৫০ জন মু-া কৃষাণীদের মাঝে এ বীজ বিতরণ করা হয়েছে। বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ^াস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক সুজয় মন্ডল, আরাফাত হোসেন ও নিরাপদ মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিপাশা বিশ^াস বলেন, অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রত্যেক কৃষাণীর হাতে ৫ রকমের সবজি বীজের প্যাকেট তুলে দেন। সাথে সাথে সবজি বীজ কিভাবে রোপন করতে হবে সে বিষয়ে বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান তাদের কে শিখিয়ে দেন।