ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক শুদ্ধাচার পুরস্কার২০২২ পেলেন।
বুধবার বিকেলে খুলনা গল্লামারী মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে,খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক কে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা' গড়ার প্রত্যয়ে এবং মৎস্য সেক্টরে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ মোঃ আবুবকর সিদ্দিক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ডুমুরিয়া, খুলনাকে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করা হয়।
ভালো কাজের স্বীকৃতি বা সম্মাননা সবসময়ই কর্মস্পৃহা বৃদ্ধি করে, অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতে আরও বেশি বেশি ভালো কাজ করার জন্য মানসিক শক্তি যোগায়।
শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান করায় শ্রদ্ধেয় জেলা মৎস্য অফিসার জয়দেব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ তোফাজ উদ্দীন আহমেদ,বক্তব্য রাখছেন ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, জেলা মৎস্য সম্পাসারণ অফিসার শাহনাজ পারভীন,ও আনোয়ার হোসেন প্রমুখ।
মোঃ আবুবকর ছিদ্দিক পুরস্কার গ্রহণ করার পর তিনি তার সুপ্রিয় সহকর্মীগণ সহ যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে; সংশ্লিষ্ট সকলকে আমার অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন।