সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবির কলা ও মানবিক স্কুলের জার্নালের মোড়ক উন্মোচন | চ্যানেল খুলনা

খুবির কলা ও মানবিক স্কুলের জার্নালের মোড়ক উন্মোচন

খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুল থেকে প্রকাশিত ‘জার্নাল অব আর্টস এ্যান্ড হিউম্যানিটিস’ উদ্বোধন করা হয়েছে। আজ ২৯ জুন (বুধবার) বিকাল সাড়ে ৩টায় কলা ও মানবিক স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ জার্নালের মোড়ক উন্মোচন করেন।
তিনি বলেন, ইতিহাস না জানতে পারলে সামনে এগোনো যায় না। ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে চলতে হয়। সাহিত্য না জানলে মানবিক গুণাবলী অর্জন করা যায় না। ইতিহাসবিদ ও সাহিত্যিকরাও দেশের অগ্রযাত্রায় নানাভাবে দিকনির্দেশনা দেন, অবদান রাখেন। জাতির মনস্তাতিত্ত্বক পরিবর্তনে তাঁরাও ভূমিকা রাখেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুল থেকে জার্নাল প্রকাশনার উদ্যোগকে স্বাগত জানান। তিনি এই জার্নালের অনলাইন ভার্সন আপলোড করা এবং জার্নালটির ইনডেক্সিং এর ওপরও গুরুত্বারোপ করেন। তিনি জার্নালটির ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।
কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জার্নালের প্রধান সম্পাদক প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, নির্বাহী সম্পাদক প্রফেসর ড. মো. ইমদাদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালের সম্পাদকমণ্ডলীর সদস্য প্রফেসর ড. মো. দুলাল হোসেন।
বক্তারা বলেন, এই জার্নাল প্রকাশনার ক্ষেত্রে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন, সহায়তা করেছেন উপাচার্য। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গবেষণা ও প্রকাশনায় ইতোমধ্যে সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে স্কুলের অধীন ৩টি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে বিএইউএসটি, খুলনার উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওইউ স্বাক্ষরিত

খুবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা তৈরি করতে হবে : ইউজিসি চেয়ারম্যান

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক বেবী সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।