বাংলাদেশে নির্বিচারে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ মাগুরা জেলা শাখা।
শনিবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য প্রদান কালে জেলা শিক্ষক সমিতির বক্তারা বলেন, শিক্ষক সমাজ সুশিক্ষিত জাতি এবং শিক্ষিত মানুষ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছে।
যদি শিক্ষা জাতির মেরুদন্ড হয় তাহলে শিক্ষক জাতির হৃদপিণ্ড। কিন্তু বর্তমান সমাজে এই শিক্ষকদেরকে বিভিন্নভাবে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।
আজ শিক্ষকদের নিরাপত্তা কোথায় সমাজের সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে হচ্ছে নানা মুখি সমস্যার সম্মুখীন হয়ে।
উক্ত প্রতিবাদ সভায় সরকারের প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে শিক্ষক হত্যা ও নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় জেলা শিক্ষক সমিতির এবং বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।