সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঘুষের দায়ে বরখাস্থকৃত দৌলতপুর ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের স্বামী আঃ করিম গ্রেফতার | চ্যানেল খুলনা

ঘুষের দায়ে বরখাস্থকৃত দৌলতপুর ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের স্বামী আঃ করিম গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃদুর্নীতির দায়ে চাকুরিচ্যুৎ খুলনা জেলার ফুলতলা উপজেলার নায়েব নিলুফা ইয়াসমিনের স্বামী করিম গ্রেফতার হয়েছেন। গত রবিবার গভীর রাতে করিমকে খালিশপুর থানার পুলিশ গ্রেফতার করে। তবে নিলুফা ইয়াসমিন বর্তমানে পলাতক আছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী এড. শেখ অলিউল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিলুফা ইয়াসমিন নায়েব পদে চাকুরি করাকালীন ফুলতলার আলকা গ্রামের শেখ ওসমান আলীর স্ত্রী ফরিদা বেগমের নিকট থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা বকেয়া খাজনা বাবদ গ্রহণ করেন। অতঃপর দুর্নীতির দায়ে নিলুফা চাকুরিচ্যুৎ হলে ফরিদা বেগমকে উক্ত টাকা ফেরত না দিয়ে নিলুফা ও তার স্বামী করিম দীর্ঘদিন প্রতারণার আশ্রয় নেয়। অবশেষে ফরিদা বেগম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত, খালিশপুর অঞ্চল, খুলনাতে দঃ বিঃ ৪২০/৪০৬ ধারায় মামলা দাখিল করেন। যার নং সিআর ৩৫৪/১৯। বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট থানায় মামলাটি এফ আই আর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দেন।

উল্লেখ্য,চলতি বছরের জানুয়ারী মাসে ঘুষের দায়ে বরখাস্থ হন দৌলতপুর ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। দুর্ণীতিবাজ এ নারী কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের স্বামী আঃ করিম মুজগুন্নি মসজিদ রোডের বাসিন্দা বাচ্চু মিয়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করে কোন রকমভাবে পরিবার নিয়ে দিন আনে দিন খেয়ে চলতো তার সংসার। তার দুই পুত্র আঃ করিম,আঃ আলিম ও কন্যা নাসিমাসহ পাঁচজনের পরিবার। মিস্ত্রির কাজ করে পরিবারকে ঠিকমত চালাতে হিমসিম খেতে হত। পরিবারের অভাব ঘোচাঁতে স্থানীয় রবিউলের স্কুটার ভাড়া নিয়ে চালাতো আঃ করিম। পরবর্তীতে নিজেই প্রথমে একটি স্কুটার কেনেন এবং পরে আরেকটি স্কুটার কিনে ভাড়া দিত। স্কুটার দিয়েও তার পরিবারের স্বচ্ছলতা তেমন একটা ফেরিনি। তার ভাগ্যের পরিবর্তন হয় তারই চাচাতো বোন নিলুফার ইয়াসমিনকে বিয়ে করে মুক্তিযোদ্ধা কোটায় ইউনিয়ন ভুমি উপ সহকারী কর্মকর্তা হিসেবে চাকুরীর সুবাধে। নিলুফার ইয়াসমিন নায়েব হয়েই ঘুষ বানিজ্যে মেতে উঠেন এবং অল্পদিনেই মানুষের মাঝে সৃষ্টি হয় নানা গুঞ্জন। নানা ভাবে হয়রানি ও ঘুষ আদায়ে স্থানীয় ভুমি মালিকরা দিশেহারা। দামুদর ,শিরমনি, খুলনা সদর, সেনহাটি, দৌলতপুরের ন্যায় গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব থাকায় অল্পদিনের মধ্যেই নিজের নামে স্বামী আঃ করিমের এবং তাদের পরিবারের অন্য সদস্যদের নামে বেনামে ব্যাংক ব্যালান্স, মুজগুন্নি পেটকা বাজার রাস্তায় প্রবেশ মুখেই গড়ে তুলেছেন ছয় তলা ভবনের করিম টাওয়ার। এই করিম টাওয়ারে রয়েছে বিকাশের বিজ্ঞাপণ এবং বাটা কোম্পানীর সেলস ডিপো, গোয়ালখালী বাস স্টান্ডে রেল ওয়ের জায়গায় করেছেন মার্কেট, সেখানে রয়েছে অর্ক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, কাঠগোলা, রাস্তার ওপাশেই মৃত আবু বক্করের পুত্র মইন, হারুনদের কাছ থেকে প্রায় কয়েক কোটি টাকার ভূসম্পতি, পাশেই রয়েছে আরো দুটি জমির প্লট। শশুরের বাড়িকে করেছে তিন তলা, বাড়ির পাশেই ক্রয় করছেন প্রায় ১৬ শতকের প্লট , বাড়ির পিছনে ফাতেমার কাছ থেকে কিনেছে একটি প্লট, আর এই প্লটের পাশে প্রধান সড়কের পাশে হারুনের কাছ থকে কিনেছে আর একটি প্লট। মুজগুন্নি জামাইপাড়া নামক স্থানে রয়েছে একটি বাড়ি, আবু নাসের বাইপাস সড়কের পাশে বিল পাবলা মৌজায় প্রায় এক কোটি ২০ লাখ টাকার জমি সম্প্রতি কিনে তা বাঁশ দিয়ে ঘিরে রেখেছেন। এ ছাড়াও ঢাকায় এর্পারমেন্ট নামে বেনামে রয়েছে আরো ভুসম্পতি। করিমের ভাই আলিমকে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়েছেন লন্ডন। নিলুফা ইয়াসমিন দম্পত্তি মাত্র ৮/১০ বছরের মধ্যে শত শত কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়ার পাশাপাশি সড়ক ও জনপথের জায়গাও দখলে করে ভাড়া দিচ্ছেন। এ নিয়ে স্থানীয়রা আপত্তি জানালেও তাদেরকে বিভিন্ন সময় ভয়ভিতি প্রর্দশন করে। শুধু তাই নয় নিলুফার ইয়াসমিন দম্পত্তির জমির পাশে যাদের জমি থাকে তাদেরকে বিভিন্নভাবে বলে তোদের জমিতে সম্মস্যা রয়েছে এই কথা বলে তাদের সম্পত্তি কম মুল্যে বিক্রতে বাধ্য করে আঃ করিম গং। তাদের সম্পত্তি ও যে পরিমান বাড়ি ও দোকান ভাড়া আদায় হয় তার সঠিক পৌরকর, ট্যাক্স না দিয়ে সরকারকে করছেন রাজস্ব বঞ্চিত। ঘুষ গ্রহনের দায়ে এই কর্মকর্তা বরখাস্ত হওয়ায় ভুমি অফিসের দুর্নীতিবাজ কর্তারা নড়ে চরে বসেছেন । নিলুফার ইয়াসমিন ও আঃ করিম দম্পত্তির বিষয়ে অনুসন্ধানে তাদের নামে বেনামে স্থাবর-অস্থাবর বিপুল পরিমাণ সম্পদ পাওয়া গেছে। যা তাদের বৈধ আয়ের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। তাদের নামে শহরে কয়েকটি বাড়ি, জমি, প্লট, বিভিন্ন ব্যাংকে মেয়াদি আমানত, নগট টাকা, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা ধরনের সম্পদের তথ্য চিত্র পাওয়া যায়।

 

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।